01.05.2022 আগামীকাল ঈদ গরিব মানুষ যাতে একই অভিজ্ঞতা পায় সেজন্য তাদের জন্য শেমাই, চিনি, পোলাও এর চাল, দুধ, মুরগির মাংস বিতরণ
01.05.2022
পবিত্র রমজান মাস দ্রুত শেষ হয়ে আসছে। আগামীকাল ঈদ। আমরা আমাদের বাড়িতে বিভিন্ন খাদ্য আইটেম রান্না করা হবে. গরিব মানুষ যাতে একই অভিজ্ঞতা পায় সেজন্য তাদের জন্য শেমাই, চিনি, পোলাও এর চাল, দুধ, মুরগির মাংস বিতরণ করা হয়। তাদের হাসি ছিল অমূল্য।
আব্দুল খবির ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক!
Leave a Comment